প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিশত বার্যিকী অনুষ্ঠানের কার্ডে মমতার নাম নিয়ে বিতর্ক
নোট বাতিল ও তার পরই চিটফান্ড দুর্নীতি কাণ্ডে দলের দুই সাংসদকে গ্রেফতারে একেই রাজ্য কেন্দ্র সংঘাত চরমে। তার ওপর এবার প্রেসিডেন্সির দ্বিশত বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক। উদ্বোধক হিসেবে কার্ডে নাম ছাপা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অনুষ্ঠানে আসেননি মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক : নোট বাতিল ও তার পরই চিটফান্ড দুর্নীতি কাণ্ডে দলের দুই সাংসদকে গ্রেফতারে একেই রাজ্য কেন্দ্র সংঘাত চরমে। তার ওপর এবার প্রেসিডেন্সির দ্বিশত বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক। উদ্বোধক হিসেবে কার্ডে নাম ছাপা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অনুষ্ঠানে আসেননি মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- বই মেলায় সিঙ্গুর আন্দোলন নিয়ে মমতার নতুন বই
এর জেরে বিড়ম্বনায় পড়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। শিক্ষা দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর অনুমতি না নিয়েই কার্ডে তাঁর নাম ছাপা হয়। সে কারণেই তিনি আসেননি। যদিও, প্রেসিডেন্সি কর্তৃপক্ষের পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে তবেই নাম ছাপা হয়েছিল। এনিয়ে বিতর্ক তুঙ্গে।