‘দ্যা অ্যাক্সিডেন্টাল পিএম’-এর শো চলাকালীন তাণ্ডব, হলের পর্দা ছিঁড়ল কংগ্রেস
কোয়েস্ট মল আইনক্স-এ ছবিটির প্রদর্শন শুরু হতেই হলে ঢুকে পড়েন কংগ্রেসের একদল সমর্থক
নিজস্ব প্রতিবেদন: ওয়েলিংটনে হিন্দ আইনক্সের পর এবার পার্কসার্কাসের কোয়েস্ট মল। ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির প্রদর্শন চলাকালীন হলে ঢুকে তাণ্ডব চালাল কংগ্রেস কর্মীরা। সেই ঘটনায় আটক করা হয়েছে ৯ জনকে।
শুক্রবারই মুক্তি পেয়েছে অনুপম খের অভিনীত ছবি ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিটির ট্রেলর মুক্তি পাওয়ার পর থেকেই কংগ্রেস এনিয়ে সরব। অভিযোগ, কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও সভাপতি রাহুল গান্ধীর ভাবমূর্তি খাটো করে দেখানো হয়েছে ছবিতে।
আরও পড়ুন-বাংলায় দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন মোদী: মমতা
এদিন কোয়েস্ট মল আইনক্স-এ ছবিটির প্রদর্শন শুরু হতেই হলে ঢুকে পড়েন কংগ্রেসের একদল সমর্থক। তারা পর্দা ছিঁড়ে দেন। দর্শকদের হল ছেড়ে বেরিয়ে যেতে বলেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ‘সন্ধে আটটা কুড়ির শোয়ের জন্য টিকিট কেটেছিলাম। হঠাত্ করেই দলে দলে কংগ্রেস সমর্থকরা হলে ঢুকে পড়েন। তারা প্রেক্ষাগৃহের পর্দা ছিঁড়ে দেন। তবে নিরাপত্তারক্ষীরা তাদের হল ছেড়ে যেতে বলেন। ওই ছেঁড়া পর্দাতেই ছবির বাকী অংশ দেখলাম।’
এদিকে, এলাকার কংগ্রেস নেতা রাকেশ সিং ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ। যদিও দলের পক্ষ থেকে এদিন দুপুরেই জানানো হয়, শো বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়নি। এদিন হিন্দ আইনক্স-এ শো বন্ধের পরই যুব কংগ্রেসের রোহন মিত্র সাফ জানিয়ে দেন, শো বন্ধ করতে কাউকে বলা হয়নি। রাহুল গান্ধী সেই নির্দেশ দেননি। তবে কংগ্রেস নেতা রাকেশ সিং এদিন সংবাদমাধ্যমে বলেন, শহরের কোনও হলেও আমরা ওই ছবি চলতে দেব না।
আরও পড়ুন-মোদী ক্ষমতায় ফিরলে বাংলা, কেরল দখলই লক্ষ্য, বুঝিয়ে দিলেন অমিত শাহ
উল্লেখ্য, শো-এ গোলমালের পর কোয়েস্ট মল কর্তৃপক্ষ আইনক্স-কে দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির সব শো বাতিল করতে বলেন।