আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারকে বিঁধল কংগ্রেস
রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ মিছিল থেকে তোপ দাগা হল সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নামের পাশ থেকে কংগ্রেস মুছে দিলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না।
রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ মিছিল থেকে তোপ দাগা হল সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নামের পাশ থেকে কংগ্রেস মুছে দিলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। নেতৃত্বের অভিযোগ, পুলিসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে শাসকদল। দ্রুত পঞ্চায়েত নির্বাচনের দাবিতেও এ দিন মিছিল থেকে সোচ্চার হয় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, উদ্দেশপ্রণোদিতভাবেই নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।
পুলিস হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনারও তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবন থেকে শরু হওয়া বিশাল মিছিল শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে।