Price Hike: মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ঘোড়ায় চড়ে রাজভবনে কংগ্রেস

রাজভবনের সামনে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। সেখান থেকেই তাদেরকে আটক করে পুলিস।

Updated By: Apr 2, 2022, 04:14 PM IST
Price Hike: মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ঘোড়ায় চড়ে রাজভবনে কংগ্রেস
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: পেট্রল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজভবন অভিযান কংগ্রেসের। 

রাজভবনের সামনে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। সেখান থেকেই তাদেরকে আটক করে পুলিস। 

আরও পড়ুন: জন্মদিনে মুখ্যমন্ত্রী থেকে অভিষেকের শুভেচ্ছা দেবাংশুকে! বার্তা দিলেন শতরূপও

আরও পড়ুন: Anubrata Mandal: হাতে মাত্র ৩ দিন, নিজাম প্যালেসে অনুব্রতকে তলব সিবিআইয়ের

ঘোড়ার গাড়ি এবং রিক্সার মত গাড়ি ব্যবহার করে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে তারা। তাদের মূল দাবি ছিল যে হারে দাব বৃদ্ধি পাচ্ছে তাতে শহর অচল হয়ে পরবে। এর ফলে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বিক্ষোভকারিদের অনেকেই রাজভবনের সামনে রাস্তায় বসে পড়েন।    

পেট্রল ডিজেলের দাম না কমালে এই আন্দোলন দীর্ঘমেয়াদি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও তা কতটা সম্ভব হবে তা জানা যায়নি। আন্দোলনকারিদের দাবি বিজেপির দালালি করছে পুলিস।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.