Anubrata Mandal: হাতে মাত্র ৩ দিন, নিজাম প্যালেসে অনুব্রতকে তলব সিবিআইয়ের
গরু পাচার মামলায় আগেই হাজিরার নোটিস দেওয়া হয়েছিল অনুব্রতকে।
নিজস্ব প্রতিবেদন: বগটুকাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণের মধ্যে কিছুটা চাপেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার উপরে এবারে যোগ হল গরু পাচারকাণ্ড। ওই মামবায় ফের ডাক পড়ল অনুব্রতর। জেরা থেকে মুক্তি পেতে রক্ষাকবজ চেয়েছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ হতেই সিবিআইয়ের সামনে ডাক পড়ল তাঁর।
গরু পাচারকাণ্ডের তদন্তে আগামী ৬ এপ্রিল সকাল ১১টায় নিজাম প্য়ালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ তাঁকে ইমেল করে পাঠিয়েছে সিবিআই।
উল্লেখ্য, গরু পাচার মামলায় আগেই হাজিরার নোটিস দেওয়া হয়েছিল অনুব্রতকে। সেই হাজিরা এড়ানোর জন্য অনুব্রত আবেদন করেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। তা খারিজ হয়ে যায়। ওই রায়কে চ্যালেঞ্জে করে হাজিরা দেওয়ার উপরে রক্ষাকবজ চেয়ে ফের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অনুব্রত। সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে। এরপরই আগামী ৬ এপ্রিল সিবিআইএর অ্য়ান্টি কোরাপশন ব্রাঞ্চে তাঁকে সকাল ১১টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গরু পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে, ওই মামলায় উঠে আসছে অনুব্রত মণ্ডলের নাম। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি। তাই নেটিস পাঠানো হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।
আরও পড়ুন-বৃদ্ধাশ্রমেই খুঁজে পেলেন পথচলার সঙ্গী, সত্তরে সাতপাকে বাঁধা পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা