Kaustav Bagchi: ফের বিক্ষোভ কংগ্রেসের অন্দরে, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট আইনজীবী কৌস্তভ বাগচীর

এআইসিসি-র তালিকা তৈরির নেপথ্যে বর্তমান প্রদেশ নেতৃত্বের মতামত থাকে। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের আইনজীবী সেলের নেতৃত্ব দিচ্ছেন কৌস্তভ। কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলা, যেমন ঝালদার মামলা, সবেতেই তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে চিদাম্বরমের বিরুদ্ধে তাঁর বক্তব্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেও জানা গিয়েছে।

Updated By: Feb 21, 2023, 02:19 PM IST
Kaustav Bagchi: ফের বিক্ষোভ কংগ্রেসের অন্দরে, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট আইনজীবী কৌস্তভ বাগচীর

মৌমিতা চক্রবর্তি: কংগ্রেস ছাড়ার ইঙ্গিত আইনজীবী কৌস্তভ বাগচীর। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে ছড়িয়েছে জল্পনা। এআইসিসি-র তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কংগ্রেস ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারিনা। কিন্তু সম্মানের সাথে দল করাটা দিন দিন কঠিন হয়ে উঠছে কারণ আমার পক্ষে স্তাবকতা সম্ভব না। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব’।

কেন এই সিদ্ধান্ত

তাঁর ফেসবুক পোস্টে ইঙ্গিত খুবই স্পষ্ট। জানা গিয়েছে সম্প্রতি প্রকাশিত এআইসিসি-র তালিকায় নাম ছিলনা তাঁর। সেখান থেকেই তাঁর ক্ষোভের সূত্রপাত হয়। স্বাভাবিকভাবেই তাঁর ইঙ্গিত বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দিকে। তিনি মনে করেন এই তালিক প্রস্তুত করার ক্ষেত্রে এরা অনুঘটক হিসেবে কাজ করেছেন। সেই তালিকায় নাম না থাকার পরেই তিনি লিখেছেন, এই মুহুর্তে কংগ্রেস দলের মতাদর্শের সঙ্গে টিকে থাকা এবং তাঁকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর পক্ষে বেশ কঠিন হয়ে যাচ্ছে। তিন কংগ্রেসের মতাদর্শ ছাড়বেন তা তিনি কখনই ভাবেননি। কিন্তু যে পরিস্থিতির শিকার হয়েছেন তাতে স্তাবকতা করে দল করা সম্ভব নয়। এছাড়াও জরুরি সিদ্ধান্ত তিনি দ্রুত নেবেন তা তাঁর পোস্ট থেকে স্পষ্ট।

কৌস্তভ বাগচী স্পষ্টভাবে আরও জানিয়েছেন এই মুহুর্তে যদি ভোটাভুটি হয় তাহলে তাঁর থেকে জনপ্রিয় বা তাঁর গ্রহণযোগ্যতা কত তা কংগ্রেসকর্মীদের থেকে জেনে নেওয়া হোক। ফলত তালিকায় নাম না থাকা নিয়ে বেশ ক্ষুব্ধ কংগ্রেস নেতা কৌস্তভ।

এআইসিসি-র তালিকা তৈরির নেপথ্যে বর্তমান প্রদেশ নেতৃত্বের মতামত থাকে। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের আইনজীবী সেলের নেতৃত্ব দিচ্ছেন কৌস্তভ। কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলা, যেমন ঝালদার মামলা, সবেতেই তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে চিদাম্বরমের বিরুদ্ধে তাঁর বক্তব্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেও জানা গিয়েছে।

তিনি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন যে তাঁর সঙ্গে ইনজাস্টিস করা হয়েছে। তিনি দলকে যথেষ্ট সময় দেন কিন্তু যারা দলকে বেশি সময় দেননা তাঁদের নাম নিয়ে তিনি যথেষ্ট ক্ষুব্ধ। সেই নামগুলির কোথাও জানিয়েছেন তিনি।  

কী বললেন কৌস্তভ

কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘দলের কাছে কৌস্তভ বাগচি শুধু বিনা পয়সায় মামলা করার উকিল হয়ে দাঁড়িয়েছে এটাই হয়েছে সমস্যা। ঠিক আছে, করেছি। দলের প্রতি দায়বদ্ধ তাই জন্য করেছি। এখানে প্রফেশনাল কোনও ব্যাপার নেই। দলের প্রতি দায়বদ্ধ, আদর্শের প্রতি দায়বদ্ধ। দলটাকে ভালবাসি তাই করেছি’।

আরও পড়ুন: SSC Scam: ঘুরপথে কুন্তল-মানিক আর্থিক লেনদেন! মিলল সূত্র, দাবি তদন্তকারীদের

কী বললেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘কৌস্তভ শুধুমাত্র একজন উদিয়মান আইনজীবীই নন কংগ্রেস দলের একজন ভবিষ্যৎ। উজ্জ্বল এক মুখ হিসেবে সে নিজেকে তৈরি করে ফেলেছে’।

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় রইলাম কি রইলাম না তা ইম্মেটিরিয়াল। ভবিষ্যৎ তমার হাতে। সুতরাং তোমার দ্বিধাগ্রস্থ হওয়া উচিত নয়’।

আরও পড়ুন: Weather Today: কুয়াশা কাটলেই বাড়বে দিনের তাপমাত্রা, বৃষ্টিতে ভিজতে পারে এইসব জেলা

কী লিখলেন দেবাংশু ভট্টাচার্য

অন্যদিকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে কৌস্তভের পোস্টকে কটাক্ষ করে লেখেন, ‘দলে থেকে কাজ করতে পারছেন না আমাদের দাদাভাইও! রাজ্য কংগ্রেস এমনিতেই স্যান্ডো গেঞ্জির বুক পকেট, সেই পকেটের ভিতরে থাকা চারনার কয়েনের সমান ভ্যাল্যুও দিল না। ভারী অন্যায়। তীব্র প্রতিবাদ রইল!’         

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.