সারদায় CBI তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে, শীর্ষ আদালতে আর্জি রাজ্য সরকারের

সারদায় CBI তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে। এই আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল। আলাদাভাবে আবেদন করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

Updated By: Jan 19, 2015, 03:50 PM IST
সারদায় CBI তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে, শীর্ষ আদালতে আর্জি রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক: সারদায় CBI তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে। এই আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল। আলাদাভাবে আবেদন করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

সারদা কেলেঙ্কারিতে CBI তদন্ত ঠেকাতে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বিপুল খরচ করে, দীর্ঘ আইনি লড়াইয়ের পরেও শেষরক্ষা হয়নি। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার CBI-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবার কড়া নাড়ল রাজ্য সরকার। CBI তদন্তের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ একাধিক।

রাজনৈতিক উদ্দেশ্যে CBI-এর অপব্যবহারের অভিযোগ তুলেছে রাজ্য। অভিযোগ, বিজেপি নেতা যখন যাঁর নাম নিচ্ছেন তৃণমূল নেতামন্ত্রীদের হুবহু সেই ক্রমান্বয়ে গ্রেফতার বা সমন করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে CBI তদন্তের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হচ্ছে বলে অভিযোগ। রাজ্যে প্রায় ৫৭০টি বেআইনি অর্থলগ্নি সংস্থা থাকলেও, CBI সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা মাত্র ৭০টির বিরুদ্ধে তদন্ত করছে বলে অভিযোগ তোলা হয়েছে।

সারদা কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দেওয়ার সময়েই প্রয়োজনে নজরদারি করার কথাও বলে রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই বক্তব্যের সূত্র ধরেই এবার রাজ্য সরকারের আর্জি, শীর্ষ আদালত অবিলম্বে সিবিআই তদন্তের ওপর নজরদারি করুক । মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল। সরকারের মামলার সঙ্গে একই দাবিতে আর একটি আবেদন যুক্ত করেছেন তৃণমূল সাধারণ সম্পাদক মহুয়া মৈত্র। তাঁর হয়ে সওয়াল করবেন আইনজীবী বিবেক তনখা। কপিল সিব্বলের মতোই বিবেক তনখাও কংগ্রেস নেতা। মুকুল রায়ের কথা মাথায় রেখেই কি মহুয়া মৈত্রকে দিয়ে তৃণমূলের তরফে আবেদন দায়ের করা হল? উঠছে প্রশ্ন।

.