বিজেপি সদর দফতরে হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
পালটা কংগ্রেসের দাবি, বিজেপি সদর দফতরের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় প্ররোচনামূলক মন্তব্য করা হয়। তাতেই সংঘর্ষ বাঁধে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পরদিনই কলকাতায় বিজেপির সদর দফতরে হামলা চালানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই নিয়ে কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে চরম উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের পালটা অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই সাময়িক উত্তেজনা ছ়িয়েছিল।
ডেঙ্গিতে মৃত্যু-সহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার দুপুরে মধ্য কলকাতার মহম্মদ আলি পার্ক থেকে কলকাতা পুরসভার অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। দুপুরে মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয় মিছিল। মিছিল বিজেপির সদর দফতরের সামনে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। সেই সময় সেখানে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ উজ্জাপন করছিলেন বিজেপি কর্মীরা। কংগ্রেসের মিছিল সেখানে পৌঁছলে হাতাহাতি শুরু হয়। এমনকী বোতল ও হাড়ি ছোড়া হয় বলে অভিযোগ। স্লোগান, পালটা স্লোগানে চত্বর সরগরম হয়ে ওঠে।
বিজেপির দাবি, তাদের সদর দফতরে হামলা চালানোর চেষ্টা করেছে কংগ্রেস। বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মারধর করেছেন কংগ্রেস কর্মীরা। হতাশ হয়ে কংগ্রেস কর্মীরা এই কাজ করেছেন বলে দাবি তাঁদের।
পালটা কংগ্রেসের দাবি, বিজেপি সদর দফতরের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় প্ররোচনামূলক মন্তব্য করা হয়। তাতেই সংঘর্ষ বাঁধে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ চিত্তরঞ্জন অ্যাভিনিউর একটি লেনে যান চলাচল বন্ধ থাকে।