সারদা কেলেঙ্কারি নিয়ে জোরাল আন্দোলন নামার ইঙ্গিত দিল কংগ্রেস

সারদা কেলেঙ্কারিকে সামনে রেখে জোরাল আন্দোলনে নামতে চাইছে কংগ্রেস। আজ সে ইঙ্গিতই দিয়ে দিলেন অধীর চৌধুরী।

Updated By: Dec 7, 2013, 08:48 PM IST

সারদা কেলেঙ্কারিকে সামনে রেখে জোরাল আন্দোলনে নামতে চাইছে কংগ্রেস। আজ সে ইঙ্গিতই দিয়ে দিলেন অধীর চৌধুরী।

প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে অধীর চৌধুরী! বিরল দৃশ্যটা দেখা গেল শনিবার।

কংগ্রেসের আন্দোলনের প্রথম ইস্যুটা যে সারদা কেলেঙ্কারী, সেটা স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী।

তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গোপন জবানবন্দী ঠেকাতে রাজ্য সরকারের তত্পরতাকেও কটাক্ষ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী।

অধীর চৌধুরী বুঝিয়ে দিলেন, সারদা ইস্যুতে তাঁদের মূল টার্গেট মুখ্যমন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে উঠল কংগ্রেসে ভাঙনের প্রসঙ্গও। প্রশ্ন শুনে ফ্রন্টফুটে অধীর চৌধুরী।

অধীর চৌধুরী যে সোমেন মিত্রর কথাই বললেন, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর সোমেন-অধীরকে সামনে রেখে রাজ্যে কংগ্রেস ঝাঁপিয়ে পড়তে চাইছে, সেটাও স্পষ্ট।

.