'কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ', বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে থাকছেন মুকেশ আম্বানি

কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ। এই আহ্বানেই আজ থেকে মিলন মেলায় শুরু হচ্ছে দু-দিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে থাকছেন মুকেশ আম্বানি। পশ্চিমবঙ্গ থেকেই ফোর জি টেলিকম পরিষেবা শুরুর আগে  তার আগে রিলায়ান্সকর্তার যোগে  শিল্প সম্মেলন নতুন মাত্রা পাবে বলে মনে করছে শিল্পমহল। সম্মেলনে যোগ  দিচ্ছেন এসেল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্রও।গোদরেজ গোষ্ঠীর চেয়ারম্যান আদি গোদরেজ, টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন, টিসিএস-এর ম্যানেজিং ডিরেক্টর এন চন্দ্রশেখরন, পিরামল এন্টারপ্রাইজের ভাইস-প্রেসিডেন্ট স্বাতী পিরামল, হিরানন্দানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নিরঞ্জন হিরানন্দানি, ভারত হোটেলসের কর্ণধার জ্যোত্‍স্না সুরি শিল্প সম্মেলনে উপস্থিত থাকতে পারেন।

Updated By: Jan 8, 2016, 10:56 AM IST
'কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ', বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে থাকছেন মুকেশ আম্বানি

ওয়েব ডেস্ক: কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ। এই আহ্বানেই আজ থেকে মিলন মেলায় শুরু হচ্ছে দু-দিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে থাকছেন মুকেশ আম্বানি। পশ্চিমবঙ্গ থেকেই ফোর জি টেলিকম পরিষেবা শুরুর আগে  তার আগে রিলায়ান্সকর্তার যোগে  শিল্প সম্মেলন নতুন মাত্রা পাবে বলে মনে করছে শিল্পমহল। সম্মেলনে যোগ  দিচ্ছেন এসেল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্রও।গোদরেজ গোষ্ঠীর চেয়ারম্যান আদি গোদরেজ, টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন, টিসিএস-এর ম্যানেজিং ডিরেক্টর এন চন্দ্রশেখরন, পিরামল এন্টারপ্রাইজের ভাইস-প্রেসিডেন্ট স্বাতী পিরামল, হিরানন্দানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নিরঞ্জন হিরানন্দানি, ভারত হোটেলসের কর্ণধার জ্যোত্‍স্না সুরি শিল্প সম্মেলনে উপস্থিত থাকতে পারেন।

.