কলেজ ভাড়া নিয়ে বসে বিয়ের আসর, শিকেয় পঠন পাঠন

চালু রয়েছে কলেজ। তারই মধ্যে বিয়েবাড়ির আসর। সকাল থেকেই উনুন জ্বালিয়ে চলছে রান্নাবান্না। বেশ কয়েকবছর ধরে এমনটাই হয়ে আসছে খাস কলকাতার বেনিয়াপুকুরের মিল্লি আল আমিন কলেজে। এর জেরে কার্যত শিকেয় পঠন-পাঠন। কলেজ কর্তৃপক্ষ থেকে দমকলমন্ত্রীর দফতর, একাধিকবার দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ শিক্ষিকাদের।  

Updated By: Jan 22, 2013, 11:23 PM IST

চালু রয়েছে কলেজ। তারই মধ্যে বিয়েবাড়ির আসর। সকাল থেকেই উনুন জ্বালিয়ে চলছে রান্নাবান্না। বেশ কয়েকবছর ধরে এমনটাই হয়ে আসছে খাস কলকাতার বেনিয়াপুকুরের মিল্লি আল আমিন কলেজে। এর জেরে কার্যত শিকেয় পঠন-পাঠন। কলেজ কর্তৃপক্ষ থেকে দমকলমন্ত্রীর দফতর, একাধিকবার দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ শিক্ষিকাদের।  
কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে কলেজেই চলছে বিয়ের অনুষ্ঠান। কলকাতার বেনিয়াপুকুরের মিল্লি আল আমিন মিশন কলেজে বেশ কয়েকবছর ধরেই এমনটা হয়ে আসছে। শিক্ষিকাদের দাবি, মঙ্গলবারও ভিডিও ফুটেজ দেখানো হয়েছে কলেজ কর্তৃপক্ষকে।  তা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
 
অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার দরুন বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন শিক্ষিকারা। কলেজ পরিচালন সমিতির সভাপতি তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং দমকল মন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন কলেজ শিক্ষিকারা। তবে এখনও পর্যন্ত  কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

.