মরসুমের শীতলতম
আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ছিল মরসুমের শীতলতম দিন।
আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ছিল মরসুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। তীব্র শীতে বর্ধমানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্ধমান, দমদম, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০-এর নিচে। তবে রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম জেলা ছিল বর্ধমান। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জেলার আলিগ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার হিমেল হাওয়ার স্রোত বয়ে যেতে পারে হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে। কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের ওপরে অবস্থান করছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। তা যত ভারতের সমতলের দিকে নেমে আসবে ততই একটু একটু করে বাড়বে তাপমাত্রা।