ধাপার নিহত তৃণমূল নেতার বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী

ধাপার মাঠপুকুরে জমি দখলের ঘটনায় নিহত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অধীর মাইতির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তিনি সেখানে যান। তখন বাড়িতে ছিলেন প্রয়াত নেতার স্ত্রী, দুই কন্যা ও দুই জামাই।

Updated By: Mar 22, 2013, 09:31 AM IST

ধাপার মাঠপুকুরে জমি দখলের ঘটনায় নিহত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অধীর মাইতির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তিনি সেখানে যান। তখন বাড়িতে ছিলেন প্রয়াত নেতার স্ত্রী, দুই কন্যা ও দুই জামাই।
তাঁদের সঙ্গে কথা বলে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি বলেন, বুধবারের ঘটনায় যারা দোষীদের, কড়া শাস্তি দেওয়া হবে। এরপর পরিবারের হাতে দু লক্ষ টাকার একটি চেকও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে নিহত তৃণমূল কংগ্রেস নেতা অধীর মাইতির পরিবারের দুই সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

.