একুশের 'খেলা হবে' এবার দিবস, পালিত হবে রাজ্যজুড়ে, ঘোষণা Mamata-র

 'খেলা হবে' স্লোগান শুধু বাংলাতেই আটকে নেই। তা চলে গিয়েছে উত্তরপ্রদেশে। 

Updated By: Jul 6, 2021, 05:14 PM IST
একুশের 'খেলা হবে' এবার দিবস, পালিত হবে রাজ্যজুড়ে, ঘোষণা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: নেত্রীর ভাঙা পায়ে বশ্যতা স্বীকার করছে ফুটবল। একুশের ভোটের 'খেলা হবে' স্লোগানকে যেন সার্থক করেছিল এই ছবি। ভোটপর্বে 'খেলা হবে' রণধ্বনি দিয়ে ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের যুব নেতা দেবাংশুর 'খেলা হবে' গান অনুরণিত হয়েছিল আকাশে-বাতাসে। হুইল চেয়ারে বসা তৃণমূল নেত্রীর মুখেও অহরহ শোনা গিয়েছিল, 'খেলা হবে'। সেই 'খেলা'য় বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় তিনি ঘোষণা করলেন, 'আমরা খেলা হবে দিবস (Khela Hobe Divas) পালব করব। ওই দিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে।'    

এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,'তৃতীয় বার জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন। পুলিস সুপার, আইসি বদল থেকে পর্যবেক্ষক নিয়োগ- কি না করেছে! বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে। টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ১০ বছরে বাংলাকে কোথায় নিয়ে এসেছি! কী ছিল বাংলা। ওরা বাংলাকে সম্মান দেয় না। বাংলার মানুষকে একবার নয় একশোবার স্যালুট করলেও কম হবে। খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার।' 

উল্লেখ্য, 'খেলা হবে' (Khela Hobe) স্লোগান শুধু বাংলাতেই আটকে নেই। তা চলে গিয়েছে উত্তরপ্রদেশে। সে রাজ্যে বিজেপির বিরুদ্ধে 'অব ইউপি মে খেলা হোই' স্লোগান তুলে নির্বাচনের দামামা বাজিয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। বাংলার বিধানসভা ভোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন অখিলেশ। বাংলার মতো উত্তরপ্রদেশেও এই স্লোগান সফল হয় কিনা তা বলবে সময়। 

আরও পড়ুন- 'মরচে ধরেছে দলে', খোলনলচে বদল চেয়ে আলিমুদ্দিনে চিঠি Kanti-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

 

 

 

.