Mamata Banerjee: ' ধূপগুড়ি মহকুমা হচ্ছে', নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধূপগুড়ি উপনির্বাচনে  ৪৩৮৩ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। একুশের বিধানসভা ভোটে জেতা আসন হাতছাড়া বিজেপির। 'ধূপগুড়ি, বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে মহকুমা ধূপগুড়ি হচ্ছে', জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Sep 11, 2023, 07:10 PM IST
Mamata Banerjee: ' ধূপগুড়ি মহকুমা হচ্ছে', নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সুতপা সেন: 'সিদ্ধান্ত হয়ে গিয়েছে'। জলপাইগুড়ির ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন,' ধূপগুড়ি, বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে মহকুমা ধূপগুড়ি হচ্ছে। প্রক্রিয়া চলছে। ফিরে এসে যা করার, করে দেব'।

আরও পড়ুন: Bengal Cabinet: মন্ত্রিসভায় রদবদল, পর্যটন হাতছাড়া বাবুলের! কোন দফতরের দায়িত্ব পেলেন কে?

বছর ঘুরতেই ফের ভোট! ঘাসফুল ফুটল এবার ধুপগুড়িতেও। উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। উপনির্বাচনে এবার ওই আসনটি হাতছাড়া হয়ে গেল গেরুয়াশিবিরের।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'ধুপগুড়ি যেহেতু ভোটের সময় আমরা বসেছিলাম, মহকুমা হবে। ধুপগুড়িতে মহকুমা হচ্ছে। ধূপগুড়ি, বানারহাটের কিছু অংশ নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে, মহকুমা হচ্ছে। এটা আজকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে'। 

 

আর রাজ্যপালের চিঠি? মুখ্যমন্ত্রী বলেন, 'সেরকম কোনও চিঠি দেয়নি। আমি বাইরে যাচ্ছি, তাই  শুভেচ্ছা জানিয়েছেন। এটা একান্তই ব্যক্তিগত'। চিঠিটি প্রকাশ করার দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার সাফ কথা,  'ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ করা হবে না। এটা গোপনীয়, ব্যক্তিগত, সরকার সম্পর্কিত নয়'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.