মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল

বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, তাঁর ঘাড়, কোমর এবং পিঠের যন্ত্রণা এখনও কমেনি। আজ মুখ্যমন্ত্রীর আবারও রক্তপরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীর চিকিত্সার দায়িত্বে রয়েছে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড, যার নেতৃত্বে রয়েছেন পারিবারিক চিকিত্সক সুব্রত মৈত্র। এছাড়াও রয়েছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন অর্থোপেডিক সার্জন, একজন ডায়টেশিয়ন এবং জেনারেল মেডিসিনের দুজন চিকিত্সক।

Updated By: Apr 11, 2013, 12:20 PM IST

বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, তাঁর ঘাড়, কোমর এবং পিঠের যন্ত্রণা এখনও কমেনি। আজ মুখ্যমন্ত্রীর আবারও রক্তপরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীর চিকিত্সার দায়িত্বে রয়েছে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড, যার নেতৃত্বে রয়েছেন পারিবারিক চিকিত্সক সুব্রত মৈত্র। এছাড়াও রয়েছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন অর্থোপেডিক সার্জন, একজন ডায়টেশিয়ন এবং জেনারেল মেডিসিনের দুজন চিকিত্সক।
গতকাল কলকাতায় ফিরতেই বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হল মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। এমআআরআই পরীক্ষাও হয়েছে মুখ্যমন্ত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন রক্তচাপ কম রয়েছে তাঁর। সেইসঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে মুখ্যমন্ত্রীর। কথা বলতেও পারছেন না তিনি।
বেলভিউতে চিকিৎসক সুব্রত মৈত্রর নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই মুখ্যমন্ত্রীর চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে। পরশু দিল্লিতে বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।
গতকাল কলকাতায় ফেরেন তিনি। বিক্ষোভের মুখে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর বেলভিউয়ে যান তিনি। দমদম বিমানবন্দরে নামার পরই হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকা তাঁর প্রাথমিক পরীক্ষা করার পরই ভর্তি করার সিদ্ধান্ত নেন। বেলভিউয়ের ৩০১ নম্বর কেবিনে রাখা হয়েছে তাঁকে।

.