নবান্নের বৈঠকে লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

নবান্নের বৈঠকে লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

Updated By: Jun 17, 2019, 03:06 PM IST
নবান্নের বৈঠকে লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: নবান্নের বৈঠকে লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী, ২৮ জন ছাড়াও আরও ৩-৪ জনকে ঢুকতে দেওয়া হবে বৈঠকে। জানোনো হয়েছে যেকোনও দুটি বা তিনটি জাতীয় সংবাদমাধ্যমকে বা এজেন্সিকে বৈঠকে ঢুকতে দেওয়া হবে এবং সেখানে থেকেই ফিড পাবেন অন্যান্য সংবাদমাধ্যম। উল্লেখ্য, ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে শুরু হয়েছে প্রস্তুতি। রয়েছেন এন্টালি থানাও। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে পৌঁছাবেন ১৪ টি হাসপাতালে ৩০ জন প্রতিনিধি। 

আরও পড়ুন: রণক্ষেত্র করুণাময়ী, বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের

তবে এ কথা স্পষ্ট অচলাবস্থা কাটাতে মরিয়া রাজ্যসরকার। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে আন্দোলনকারীদের প্রাথমিক সমস্ত দাবি শেষ পর্যন্ত মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দেখার বৈঠকের পর আন্দোলনের ইতি ঘটে কিনা। উল্লেখ্য, গত ৬দিন ধরে জুনিয়র চিকিৎসকদের লাগাদার আন্দোলনে চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। এবার কী তবে বরফ গলবে? এখন সময়ের অপেক্ষা। 

.