"কাটোয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি" দাবি মুখ্যমন্ত্রীর

পার্ক স্ট্রিটের পর কাটোয়া। ফের একবার, তদন্ত শেষ হওয়ার আগেই ধর্ষণের ঘটনা নিয়ে মতামত জানালেন মুখ্যমন্ত্রী। মহাকরণে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, কাটোয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি। মহিলার স্বামী সিপিআইএম সমর্থক বলেও অভিযোগ করেছেন তিনি।

Updated By: Feb 28, 2012, 11:14 PM IST

পার্ক স্ট্রিটের পর কাটোয়া। ফের একবার, তদন্ত শেষ হওয়ার আগেই ধর্ষণের ঘটনা নিয়ে মতামত জানালেন মুখ্যমন্ত্রী। মহাকরণে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, কাটোয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি। মহিলার স্বামী সিপিআইএম সমর্থক বলেও অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ শুনে নির্যাতিতা মহিলার প্রশ্ন, যেচে নিজের মাথায় কলঙ্কের বোঝা কেন নেবেন তিনি?  মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, ওই মহিলার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি। যদিও মহিলাকে যে চিকিত্সক পরীক্ষা করেছেন তিনি বলছেন অন্য কথা। তিনি জানান, অভিযোগকারী মহিলার শারীরিক পরীক্ষা করা হয়েছে।
রিপোর্ট হাতে এলে তবেই বলা সম্ভব ধর্ষণ হয়েছিল কিনা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওই মহিলার স্বামী  সিপিআইএম-এর সমর্থক। তাই রাজ্যকে বদনাম করতেই এই অভিযোগ আনা হচ্ছে। যদিও ধর্ষিতা মহিলা জানিয়েছেন, ১০ বছর আগেই তাঁর স্বামী মারা গিয়েছেন।

তাঁর সঙ্গে সিপিআইএমের কোনও যোগ নেই বলেও দাবি করেছেন মহিলা। বরং তৃণমূলের সঙ্গেই তাঁর যোগাযোগের কথা বলেছেন ওই মহিলা। ঘটনার দিন মহিলার পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় এক তৃণমূল নেতাই।
কাটোয়া ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। 
সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, কোনও মহিলা ধর্ষণের অভিযোগ করলে তার প্রমাণ না মিললেও সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করতে হবে। এক্ষেত্রে কেন ধর্ষণের অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন মহিলার পরিবার ও প্রতিবেশীরাই।

.