আজিম প্রেমজিকে দ্রুত রাজারহাটের কাজ শেষ করতে বললেন মুখ্যমন্ত্রী

রাজারহাটে উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ দ্রুত শেষ করতে, সংস্থার কর্ণধার আজিম প্রেমজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মহাকরণে আজিম প্রেমজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এমনটাই দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Updated By: Dec 7, 2011, 11:14 AM IST

রাজারহাটে উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ দ্রুত শেষ করতে, সংস্থার কর্ণধার আজিম প্রেমজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের কাজ সম্পন্ন হলে, প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এরজন্য সাতশো থেকে আটশো কোটি টাকা বিনিয়োগ করবে উইপ্রো।
এদিন মহাকরণে আজিম প্রেমজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এমনটাই দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।   
২০১০-এর ৭ডিসেম্বর পূর্বতন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছিলেন উইপ্রো-প্রধান আজিম প্রেমজি। তখনই ঠিক হয়েছিল, রাজারহাটে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ইউপ্রোকে জমি দেওয়া হবে। সেইমত চলতি বছরের ১ জানুয়ারি, রাজারহাট অ্যাকশন এরিয়া টু'তে উইপ্রোকে ৫০ একর জমি দেয় বাম সরকার। জমির দাম ধার্য হয়েছিল ৭৬ কোটি টাকা। যার মধ্যে ১৯ কোটি টাকা আগের সরকারকে দিয়েছিল উইপ্রো।
নতুন সরকার ক্ষমতায় আসার পর বুধবার মহাকরণে এসেছিলেন আজিম প্রেমজি। বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে। তখনই মুখ্যমন্ত্রী আজিম প্রেমজিকে সংস্থার দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার কথা বলেন। রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের কাজ শেষ হলে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ।

শুধু রাজারহাট নয়, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে উইপ্রো। বিশেষ করে রাজ্যের ই-পরিষেবাকে আরও আধুনিক ও সরল করতে, বেশ কিছু প্রস্তাবও দিয়েছেন আজিম প্রেমজি। অর্থমন্ত্রী বলেন, ইউপ্রোর কর্ণধারের প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছেন মুখ্যমন্ত্রী।   
রাজ্য ক্ষমতার পালাবদলের পর এই প্রথম মহাকরণে এলেন উইপ্রো কর্ণধার। প্রায় এক বছর পর। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আজিম প্রেমজির বৈঠকের পর উঠছে বেশ কিছু প্রশ্ন।
যেমন, ৭৬ কোটি টাকার মধ্যে বাকি থাকা ৫৭ কোটি টাকা কবে দেবে উইপ্রো?
জিন্দাল গোষ্ঠীর ক্ষেত্রে যেমন জমির উর্দ্ধসীমা আইনের প্রয়োগ করেছে রাজ্য সরকার, এক্ষেত্রেও কি তাই হবে?
কারণ, ১৪-ওয়াই ধারায় উল্লেখ রয়েছে, যে কোনও ব্যক্তি বা সংস্থার কাছে ২৪ একরের বেশি জমি থাকলে, তা খাস জমিতে পরিণত হবে।
তবে কি উইপ্রোকে 'এসইজেড' গড়ার অনুমতি দেবে রাজ্য সরকার?

.