CAA-র প্রতিবাদে রাজ্য বিজেপির অফিসে সামনে বিক্ষোভ দেখাবেন রূপান্তরকামী ও মহিলারা

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ছাত্র-যুবদের নিয়ে লাগাতার কর্মসূচি নিয়ে চলেছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Jan 3, 2020, 12:05 AM IST
CAA-র প্রতিবাদে রাজ্য বিজেপির অফিসে সামনে বিক্ষোভ দেখাবেন রূপান্তরকামী ও মহিলারা

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে এবার রাস্তায় নামতে চলেছেন রূপান্তরকামী, তৃতীয় লিঙ্গ ও মহিলারা। দিল্লিতে শুক্রবার মান্ডি হাউস থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিলে হাঁটবেন তাঁরা। উদ্যোক্তা সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। কলকাতাতেও রয়েছে বিক্ষোভ মিছিল। বিজেপি অফিস ঘেরাওয়ের পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের। 

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ছাত্র-যুবদের নিয়ে লাগাতার কর্মসূচি নিয়ে চলেছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি। শুক্রবার রাজধানীর মান্ডি হাউস থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল করতে চলেছে এসএফআই। মিছিলে অংশ নেবেন  রূপান্তরকামী, তৃতীয় লিঙ্গ ও মহিলারা। 
             

শুক্রবার কলকাতার শহিদ মিনারেও রয়েছে রূপান্তরকামীদের কর্মসূচি। শহিদ মিনার থেকে বিজেপি অফিস পর্যন্ত রয়েছে পদযাত্রা। মুরলিধর লেনে বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ দেখাতে পারেন তাঁরা। ফলে গন্ডগোলের আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন- সিএএ-এনআরসি নিয়ে চাপানউতোরের মাঝে কলকাতায় একমঞ্চে থাকবেন মোদী-মমতা

.