কান ধরে নাগরিকত্ব সংশোধনী আইন মানতে হবে মমতার সরকারকে: দিলীপ

নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গে এনপিআরের কাজকর্ম স্থগিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Jan 1, 2020, 11:55 PM IST
কান ধরে নাগরিকত্ব সংশোধনী আইন মানতে হবে মমতার সরকারকে: দিলীপ

নিজস্ব প্রতিবেদন: কান ধরে নাগরিকত্ব সংশোধনী আইন মেনে নিতে হবে রাজ্য সরকারকে। বুধবার বছরের প্রথম দিনেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ। রাজ্যে এনপিআরের হতে দেব না বলে লোককে তৃণমূল বোকা বানাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। 

নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গে এনপিআরের কাজকর্ম স্থগিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেছেন, রাজ্যে এনপিআর বা সিএএ কার্যকর হতে দেবেন না। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, এনপিআরের সঙ্গে এনসিআরের কোনও যোগ নেই। কোনও ধরনের নথি দিতে হয় না। শুধুমাত্র মৌখিক তথ্যই সংগ্রহ করা হয়। কিন্তু এখনও অবস্থান বদলাননি তৃণমূল নেত্রী। বুধবার দলনেত্রীর সুরেই ফিরহাদ হাকিম জানান, এনপিআর, সিএএ লাগু হতে দেবে না রাজ্য সরকার। তার পাল্টা দিলীপ ঘোষ বলেন,''ববি জেনেশুনে মিথ্যা বলছেন। অথবা নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। ২০১০ এনপিআর হয়েছিল। তখন তো বিজেপি সরকার ছিল না। সরকারি প্রকল্পের সুবিধাভোগী চিহ্নিতকরণের জন্য এনপিআর করা হয়েছে। শুধুমাত্র তথ্য নেওয়া হবে।'' 

নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্য সরকার বাতিল করতে পারে না বলেও মনে করিয়ে দেন দিলীপ। বলেন,''জাতীয়স্তরে পাস হয়েছে আইন। এটাও লাগু করতে হবে। কান ধরে মেনে নিতে হবে রাজ্য সরকারকে। কেন্দ্রীয় সরকার মানিয়েই ছাড়বে।'' 

দেশের আর্থিক অবস্থা থেকে নজর ঘোরাতে বিজেপি মেরুকরণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন ফিরহাদ হাকিম। পাল্টা বাংলার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিঁধেছেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, বাংলার ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে কেন? বাংলায় কাজ নেই কেন? এটাতে কি প্রমাণ হয় না রাজ্যের অবস্থা দেশের চেয়ে খারাপ?     

আরও পড়ুন- CAA-NRC সংঘাতের মাঝে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দিল প্রতিরক্ষামন্ত্রক

.