আজ থেকে বন্ধ চিত্পুরের ক্যানেল সার্কুলার ব্রিজ, জেনে নিন কোন পথে যাতায়াত করবেন

জানানো হয়েছে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ওই সেতু। 

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Dec 26, 2019, 12:54 PM IST
আজ থেকে বন্ধ চিত্পুরের ক্যানেল সার্কুলার ব্রিজ, জেনে নিন কোন পথে যাতায়াত করবেন

নিজস্ব প্রতিবেদন: মেরামতির জন্য আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে বন্ধ রাখা হচ্ছে চিত্পুরের ক্যানেল সার্কুলার ব্রিজ। জানানো হয়েছে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ওই সেতু। পুলিস সূত্রে খবর, যে সব গাড়ি কাশীপুর রোড হয়ে উত্তর থেকে দক্ষিণের দিকে যাবে সেই সব গাড়িকে পিকে মুখার্জি রোড ও মন্মথ গাঙ্গুলি রোড দিয়ে ঘোরানো হবে।

অন্যদিকে যে সব গাড়ি দক্ষিণ থেকে উত্তরের দিকে যাবে সেগুলিকে ভূপেন বোস অ্যাভিনিউ এবং বাগবাজার স্ট্রিট দিয়ে ঘোরানো হবে। ক্যানেল সার্কুলার ব্রিজ উত্তর এবং দক্ষিণের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু হওয়ায় স্বাভাবিক ভাবেই অফিস টাইমে চাপ বাড়বে বলেই আশাঙ্কা করছেন নিত্যযাত্রীরা। এই সময়ে পুলিসের কাছে যান নিয়ন্ত্রণ যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ১৯৩৪ সালে ক্যানেল সার্কুলার ব্রিজের উদ্বোধন হয় আর তারপর থেকেই পরিষেবা দিয়ে আসছে এই সেতু।

আরও পড়ুন: খাস কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকার মাদক, গ্রেফতার ৩

.