করোনা সংক্রমণে রাতারাতি বন্ধ চিনারপার্কের চার্নক, ১৫ তারিখ খুলবে হাসপাতাল

সূত্রের খবর, প্রায় শতাধিক চিকিৎসক-নার্স কর্মী এবং রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

Reported By: সৌমেন ভট্টাচার্য্য | Updated By: Apr 13, 2020, 09:44 AM IST
করোনা সংক্রমণে রাতারাতি বন্ধ চিনারপার্কের চার্নক, ১৫ তারিখ খুলবে হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন : রবিবার রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার চিনারপার্ক সংলগ্ন বেসরকারি হাসপাতাল চার্ণক। এদিকে সোমাবার সকালে থেকে সেখানে বহু রোগী আসতে থাকেন। যাঁদের আগে থেকে অনুমতি নেওয়া ছিল। কিন্তু হাসপাতাল বন্ধ দেখে ফিরে যেতে বাধ্য হন তাঁরা। এদিন হাসপাতালের তরফে গেটের বাইরে একটি বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার কারণে হাসপাতাল বন্ধ রাখা হয়েছে। ১৫ তারিখ থেকে ফের হাসপাতাল খুলবে।

সূত্রের খবর, প্রায় শতাধিক চিকিৎসক-নার্স কর্মী এবং রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে চার্ণক হাসপাতালে ডায়ালিসিস করতে এসেছিলেন এক রোগী। ডায়ালিসিস শেষের পর তিনি ফিরেও যান। পরে শহরের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। মৃতের লালারস পরীক্ষা করে দেখা যায় তিনি নোভেল করোনাভাইরাসে সংক্রামিত। এরপরই হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন। 

সূত্রের খবর, ওই রোগীর মৃত্যুর পর চার্নক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। সেদিন ডায়ালিসিস রুমে আর কোন কোন রোগী ছিলেন জানতে চাওয়া হয়। সেদিন ডায়ালিসিস রুমে থাকা আরও ৫ রোগীর লালারস পরীক্ষাতেও করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে বলে খবর। যদিও এপ্রসঙ্গে এখনও কিছু জানায়নি স্বাস্থ্য ভবন। বর্তমানে গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করতে সানিটাইজ করা হচ্ছে। 

আরও পড়ুন, বাইরে বের হলে পরতেই হবে মাস্ক, জারি হল নির্দেশিকা

.