কলকাতায় বন্ধ করে দেওয়া হল বেসরকারি হাসপাতাল, কোয়ারেন্টাইনে অনেকে

আস্ত একটি হাসপাতাল বন্ধ হয়ে গেল কলকাতায়। চার্ণক হাসপাতাল বন্ধ করে দিল স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, প্রায় শতাধিক চিকিৎসক-নার্স কর্মী এবং রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রবিবার এই খবর প্রকাশ্যে আসে।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Apr 13, 2020, 12:35 AM IST
কলকাতায় বন্ধ করে দেওয়া হল বেসরকারি হাসপাতাল, কোয়ারেন্টাইনে অনেকে

নিজস্ব প্রতিবেদন: আস্ত একটি হাসপাতাল বন্ধ হয়ে গেল কলকাতায়। চার্ণক হাসপাতাল বন্ধ করে দিল স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, প্রায় শতাধিক চিকিৎসক-নার্স কর্মী এবং রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রবিবার এই খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন-লকডাউনে পণ্য চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে, রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, কয়েকদিন আগে এই হাসপাতালের এক রোগী ডায়ালিসিস করতে এসেছিলেন। ডায়ালিসিস শেষে তিনি ফিরে যান। কিন্তু পরে অন্য একটি শহরের বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। তার লালা রস পরীক্ষা করে দেখা যায় তিনি নোবেল করোনা ভাইরাসের সংক্রমণে সংক্রমিত।

আরও পড়ুন-Live: রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৯৫, মৃত ৭ | দেশে সক্রিয় আক্রান্ত ৮৩৫৬, মৃত ২৭৩

এরপরই চার্ণক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয়, ডায়ালিসিসের দিন আর কোন কোন রোগী ডায়ালিসিস রুমে ছিলেন। সংশ্লিষ্ট কয়েকজনের লালারস পরীক্ষা করে নোবেল কোন ভাইরাসের সংক্রমণ মিলেছে বলে খবর। যদিও এ প্রসঙ্গে সত্যতা স্বাস্থ্য ভবন সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আর তার পরই প্রশাসন নড়েচড়ে বসে। হাসপাতালটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। গোটা হাসপাতালে জীবাণুমুক্ত করতে সানিটাইজড করা হচ্ছে। 

.