মৃত্যুর হার নিয়ন্ত্রণে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ১১: মুখ্যসচিব
রাজ্যে আরও বেশি করোনা পরীক্ষা কেন্দ্র দরকার। তা বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে। এই রাজ্যে করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা।
নিজস্ব প্রতিবেদন: ক্রমেই কঠিন হচ্ছে চ্যালেঞ্জ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। এই নিয়ে আক্রান্তের জন্য বেড়ে ৪৯। শনিবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যসচিব।
তিনি জানান, রাজ্যে আরও বেশি করোনা পরীক্ষা কেন্দ্র দরকার। তা বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে। এই রাজ্যে করোনা মোকাবিলায় সব রকম ব্যবস্থা।
করোনায় আক্রান্ত জামাত ফেরত হলদিয়া বন্দরের এক কর্মী
পরিসংখ্যান দিয়ে মুখ্যসচিব জানান,
গত ২৪ ঘণ্টার আক্রান্ত হয়েছেন ১১ জন
তাঁদের মধ্যে কালিম্পঙের একই পরিবারের ৬ জন সদস্য রয়েছেন।
তবে মৃত্যুর হার নিয়ন্ত্রণে।
১০৪০ জনের পরীক্ষা হয়েছে।
শুক্রবার ১৩ হাজার পিপিই হয়েছে।
আইডি হাসপাতাল থেকে ছুটি হচ্ছে ৪ জনের
মাত্র ২ জনের চিকিত্সার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাঁদের অন্য সমস্যা ছিল। বাকি সবাই সুস্থ রয়েছেন।
আরও পাঁচ জন সুস্থ হয়েছেন
রাজ্যে ৫১৬ টি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে
কোভিড হাসপাতাল ৫৯টি তৈরি রয়েছে
২৬২৬ সরকারি কোয়ারেন্টাইডনড রয়েছে
মুখ্যসচিবের কথায় বায়োলজি নিজের নিয়মে চলে। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জয়ী হবই। সাধারণ মানুষকে লকডাউন মেনে চলার আবেদন করেন মুখ্যসচিব।