ছট পুজোয় মেতেছে বাংলা
ছট পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। কলকাতার রাস্তায় রাস্তায় এখন ছট পুজোর উন্মাদনা চোখে পড়ছে। গঙ্গার ঘাট তো বটেই শহরের বিভিন্ন পুকুর, লেকেও মানুষের জমায়েত। সূর্যের আরাধনার মধ্যে দিয়ে ছট উত্সব পালন করা হয়৷ ছট শুরু হওয়ার দিন বিকেলে অর্থাত্ সূর্যাস্তের সময় সূর্যকে আরাধনা করে এই পুজো শুরু করা হয়। সূর্যাস্তের সময়ে মাথায় বিভিন্ন ফল ও অন্যান্য পুজোর সামগ্রী ভরা ডালি নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়ে থাকে।
ছট পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। কলকাতার রাস্তায় রাস্তায় এখন ছট পুজোর উন্মাদনা চোখে পড়ছে। গঙ্গার ঘাট তো বটেই শহরের বিভিন্ন পুকুর, লেকে মানুষের জমায়েত। সূর্যের আরাধনার মধ্যে দিয়ে ছট উত্সব পালন করা হয়৷ ছট শুরু হওয়ার দিন বিকেলে অর্থাত্ সূর্যাস্তের সময় সূর্যকে আরাধনা করে এই পুজো শুরু করা হয়। সূর্যাস্তের সময়ে মাথায় বিভিন্ন ফল ও অন্যান্য পুজোর সামগ্রী ভরা ডালি নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়ে থাকে। উত্সবকে ঘিরে সতর্ক প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্তা করেছে। এই উত্সবে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হিন্দি ভাষাভাষীদের সম্মান দিতেই ছট পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে সরকার। আজ গঙ্গাপাড়ের দইঘাটে ছটপুজো কমিটির এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সবাইকে ছট পুজোয় শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দইঘাট ছাড়াও তক্তাঘাটের একটি অনুষ্ঠানেও অংশ নেন মুখ্যমন্ত্রী। কলকাতার পাশাপাশি রাজ্যের শিল্পাঞ্চলেও ছট পুজোর উন্মাদনা লক্ষ্য করা গেল।