ফরেন্সিক টিম সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং

ফরেন্সিক টিম সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং

Updated By: Sep 2, 2014, 07:13 PM IST
ফরেন্সিক টিম সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং

-----------------------------------------------------------------------------------------------------

ওয়েব ডেস্ক: ফরেন্সিক টিম সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিং।  বিল্ডিংয়ের সব অফিসের ট্রেড লাইসেন্স  রয়েছে কি না তাও খতিয়ে দেখবে পুরসভা।  আজকের অগ্নিকাণ্ডের পর নিশ্চিন্তে  দফতরে কাজ করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন  ওই বহুতলে থাকা বিভিন্ন সংস্থার কর্মীরা।
 
মঙ্গলবারের ব্যস্ত দিনের সকালে আগুন লাগে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে।  বহুতলের ১৫ এবং ১৬ তলায় ছড়িয়ে পড়ে আগুন। বাইশ তলা এই বাড়িতে রয়েছে  ১৩৬টি অফিস প্রেমিসেস। কিন্তু তার মধ্যে ১৩টির বৈধ ট্রেড লাইসেন্স নেই।

পনের তলার যে  ঘরে প্রথম  আগুন লাগে সেখানে রয়েছে একটি  পরিবহণ সংস্থার অফিস। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ১৬ তলার ১২ নম্বর ঘরে।  সেখানে  রয়েছে  একটি মোবাইল সংস্থার দফতর।  মঙ্গলবার সকালের ঘটনার পর প্রশ্ন উঠেছে অফিসের  নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে।

আপাতত বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে।  কেন আগুন লাগল তা খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বাইশ তলা বাড়িটিকে ফেরন্সিক বিশেষজ্ঞরা নিরাপদ বললে তবেই খুলে দেওয়া হবে বহুতলের দরজা।

.