বহুদিন হয়রানির পর সোদপুরে রেশনের অফিসে ভাঙচুর গ্রাহকদের
Updated By: Aug 5, 2014, 03:40 PM IST
দিনের পর দিন হয়রানির অভিযোগে রেশন অফিসে ভাঙচুর চালালেন ক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে সোদপুরের স্বদেশী মোড়ের কাছে। টিটাগড় থেকে বরানগর অঞ্চলে রেশন কার্ড দেওয়া হয় এই অফিস থেকেই।
কিন্তু গ্রাহকদের একাংশের অভিযোগ, বহুদিন ধরে ঘুরেও তাঁরা নতুন কার্ড পাচ্ছেন না। পুরনো কার্ড নবীকরণ হচ্ছে না বলেও অভিযোগ। গ্রাহকদের দাবি, কাজ করাতে হলে রেশন অফিস থেকে ঘুষ চাওয়া হচ্ছে। দাবিমতো টাকা না দেওয়াতেই মাসের পর মাস আটকে তাঁদের রেশন কার্ড। এর প্রতিবাদে ক্ষুব্ধ কয়েকশো গ্রাহক আজ জড়ো হয়ে ভাঙচুর চালান স্বদেশী মোড়ের রেশন অফিসে। ঘণ্টাখানেক বিটি রোডেও অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিসি হস্তক্ষেপে অবরোধ ওঠে। অন্যদিকে, রেশন অফিসের আধিকারিকদের দাবি, সরকারের তরফে ফর্ম দেওয়া বন্ধ থাকার কারণেই তাঁরা নতুন কার্ড দিতে পারছেন না।