আজ ফের তোলপাড় হতে পারে কলকাতা পুরসভা
নারদকাণ্ডে আজ ফের তোলপাড় হতে পারে কলকাতা পুরসভা। দুপুরে বাম সমর্থিত কর্মচারী ইউনিয়নের কর্মসূচি ঘিরে রয়েছে আশঙ্কা। মেয়রের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভে সামিল হবেন বাম সমর্থক কর্মীরা।
Updated By: Mar 21, 2016, 08:36 AM IST
ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে আজ ফের তোলপাড় হতে পারে কলকাতা পুরসভা। দুপুরে বাম সমর্থিত কর্মচারী ইউনিয়নের কর্মসূচি ঘিরে রয়েছে আশঙ্কা। মেয়রের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভে সামিল হবেন বাম সমর্থক কর্মীরা। স্টিং ইস্যুতে গত বুধবারও তুলকালাম হয় পুরসভা। বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়রের বিবৃতি দাবি করে টাকা উড়িয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা। এরপরেই মারমুখী হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলররা।
বিক্ষোভরত কাউন্সিলরদের মারধরেরও অভিযোগ ওঠে। এর পর মেয়রের ঘরের সামনেই বিক্ষোভে বসেন বিরোধীরা। সেখানেও দু'পক্ষের প্রবল ধাক্কাধাক্কি হয়।