বদলে যাচ্ছে জয়েন্টএন্টার্ন্স পরীক্ষার নিয়ম

  ফের বদল হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিয়ামাবলী। ২০১৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিয়মে বেশ কিছু রদবদল আনছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ১৫০ নম্বরের বদলে আগামি বছর ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এক্ষেত্রে ফিজিক্সের জন্য ৫০ নম্বর এবং কেমিস্ট্রির জন্য ৫০ নম্বর বরাদ্দ করা হয়েছে। দুটি বিষয়ের জন্য আলাদা পেপার থাকছে না। ফিজিক্স ও কেমিস্ট্রি মিলিয়ে থাকবে ১০০ নম্বরের একটি পেপার।

Updated By: Nov 17, 2014, 08:43 PM IST
বদলে যাচ্ছে জয়েন্টএন্টার্ন্স পরীক্ষার নিয়ম

ব্যুরো:  ফের বদল হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিয়ামাবলী। ২০১৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিয়মে বেশ কিছু রদবদল আনছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ১৫০ নম্বরের বদলে আগামি বছর ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এক্ষেত্রে ফিজিক্সের জন্য ৫০ নম্বর এবং কেমিস্ট্রির জন্য ৫০ নম্বর বরাদ্দ করা হয়েছে। দুটি বিষয়ের জন্য আলাদা পেপার থাকছে না। ফিজিক্স ও কেমিস্ট্রি মিলিয়ে থাকবে ১০০ নম্বরের একটি পেপার।

বায়োলজির পরীক্ষার মোট নম্বর একশো থেকে বাড়িয়ে করা হচ্ছে ১৫০ নম্বর।  পদ্ধতি বদলাচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রেও। বদল করা হবে প্রতিটি বিষয়ের পেপারের জন্য বরাদ্দ সময়ও।

 

.