মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্য প্রকল্পে এবার 'সার্জিকাল স্ট্রাইক' মোদীর
সস্তার চেয়েও সস্তা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্য প্রকল্পে এবার সার্জিকাল স্ট্রাইক করতে চলেছে মোদী সরকার। চ্যালেঞ্জের মুখে ন্যায্যমূল্যের ওষুধ দোকান। কারণ, একই রকমের প্রকল্প এবার চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আরও বেশি সুবিধা, আরও বেশি ছাড় দিয়ে।
ওয়েব ডেস্ক : সস্তার চেয়েও সস্তা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্য প্রকল্পে এবার সার্জিকাল স্ট্রাইক করতে চলেছে মোদী সরকার। চ্যালেঞ্জের মুখে ন্যায্যমূল্যের ওষুধ দোকান। কারণ, একই রকমের প্রকল্প এবার চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আরও বেশি সুবিধা, আরও বেশি ছাড় দিয়ে।
প্রকল্পের নাম অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট, সংক্ষেপে অমৃত। যেখানে ওষুধ থেকে চিকিত্সার সরঞ্জাম সবই মিলবে। সর্বোচ্চ নব্বই শতাংশ ছাড় পাবেন রোগীরা। এবং PPP মডেল নয়, সরাসরি কেন্দ্রের টাকাতেই চলবে এই প্রকল্প।
আরও পড়ুন, রাজনৈতিক দলগুলির টাকা জমার নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়