সারদা কাণ্ডে প্রশ্নের মুখে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া

  সারদা কেলেঙ্কারিতে প্রশ্নের মুখে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া। আদালতে বাজেয়াপ্ত নথির তালিকা পেশে ব্যর্থ হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই আইনভঙ্গ করেছে বলে অভিযোগ, অভিযুক্তপক্ষের। এদিকে, সুদীপ্ত, দেবযানী সহ ছয় অভিযুক্তের বারোই অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Updated By: Aug 1, 2014, 08:37 PM IST
সারদা কাণ্ডে প্রশ্নের মুখে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া

কলকাতা:  সারদা কেলেঙ্কারিতে প্রশ্নের মুখে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া। আদালতে বাজেয়াপ্ত নথির তালিকা পেশে ব্যর্থ হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই আইনভঙ্গ করেছে বলে অভিযোগ, অভিযুক্তপক্ষের। এদিকে, সুদীপ্ত, দেবযানী সহ ছয় অভিযুক্তের বারোই অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আলিপুর আদালতে শুক্রবার জামিনের আবেদন জানান সুদীপ্ত, কুণাল সহ ছয় অভিযুক্তই। জামিনের বিরোধিতা করে সিবিআই।

সিবিআইয়ের বিরোধিতার প্রধান হাতিয়ার ছিল, সাম্প্রতিক নথি উদ্ধার। তদন্তকারীরা বৃহস্পতিবার সারদা গোষ্ঠীর অফিস সহ কলকাতার দশটি জায়গায় তল্লাসি চালান। শুক্রবার আদালতকে তাঁরা জানান, বহু গুরুত্বপূর্ণ নথি মিলেছে এই তল্লাসিতে। ধৃতরা জামিন পেলে সেই তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন। চেষ্টা করতে পারেন তদন্ত প্রভাবিত করার। তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সেজন্য তাঁদের জামিন না দেওয়াই উচিত। এই বক্তব্যের চূড়ান্ত বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁরা সিবিআইয়ের কাছে তল্লাসিতে বাজেয়াপ্ত নথির তালিকা জানতে চান।

এই মামলায় গত দেড়মাসে সিবিআই তদন্তে কতটা এগোতে পেরেছে, সে ব্যাপারেও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী।

 

.