নারদাকাণ্ডে বৃহস্পতিবার ফের মির্জাকে তলব সিবিআই-এর

২০১৭ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয় আইপিএস অফিসার মির্জাকে।

Updated By: Jun 5, 2019, 12:29 PM IST
নারদাকাণ্ডে বৃহস্পতিবার ফের মির্জাকে তলব সিবিআই-এর

নিজস্ব প্রতিবেদন : নারদাকাণ্ডে ফের এসএমএইচ মির্জাকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে  তলব করা হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক তদন্ত শেষ। এবার দ্বিতীয় পর্বের জেরা শুরু হবে। প্রথম দফার বিবৃতির সঙ্গে এবার তদন্তের তথ্য মিলিয়ে দেখা হবে।

উল্লেখ্য, নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জা। স্টিং অপারেশনের ফুটেজে  টাকা নিতে দেখা যায় এই প্রাক্তন আইপিএস আধিকারিককে। ২০১৭ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয় আইপিএস অফিসার মির্জাকে। সাব ইনসপেক্টরের সুইসাইডের ঘটনায় বরখাস্ত করা হয় মির্জাকে।

আরও পড়ুন, নিমতায় তৃণমূলনেতা খুনে আটক এলাকার বিজেপি কর্মী, সন্দেহের বশেই জ্বালিয়ে দেওয়া হল বাড়ি

প্রসঙ্গত, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে গতি এনেছে সিবিআই। একদিকে সারদা কেলেঙ্কারির তদন্তে যেমন কোমর বেঁধে নেমেছে সিবিআই, তেমনি এবার নারদাকাণ্ডেও শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের জেরা। সারদা কেলেঙ্কারিতে প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে কার্যত গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, রাজীব কুমারের পর বিধানসনগরের কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষকেও পর পর দুদিন সিবিআই-এর ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে। 

.