নারদ কাণ্ডে সিবিআই-এর নোটিস এবার ২ দফতরকে, অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের

সামনের সপ্তাহেই এই জিজ্ঞাসাবাদ পর্ব সারতে চায় সিবিআই।

Updated By: Jul 13, 2019, 11:53 AM IST
নারদ কাণ্ডে সিবিআই-এর নোটিস এবার ২ দফতরকে, অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : নারদা কাণ্ডে এবার সিবিআই-এর নজরে রাজ্যের পঞ্চায়েত ও পরিবহন দফতর। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত ও পরিবহন দফতরকে নোটিস পাঠিয়েছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, নারদা কাণ্ডে পঞ্চায়েত ও পরিবহন দফতরের কিছু আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সামনের সপ্তাহেই এই জিজ্ঞাসাবাদ পর্ব সারতে চায় সিবিআই। সেই কারণে সামনের সপ্তাহে ওই আধিকারিকদের সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিসে। প্রসঙ্গত, শুক্রবারই নারদা মামলায় কলকাতা পুরসভার মেয়রকে চিঠি দেয় সিবিআই।

আরও পড়ুন, একেবারে মাঠে নেমে পড়লেন পিকে! দু’বছর আছি, তৃণমূল নেতাদের আশ্বাস প্রশান্ত কিশোরের

চিঠিতে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরে  কারা দায়িত্বে থাকতেন, তা জানতে চাওয়া হয় পুরসভার কাছ থেকে। পাশাপাশি, সেইসময় পুরসভার ভিআইপি করিডরের দায়িত্বে ছিলেন, এমন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠি পাওয়ার পর শুক্রবারই পুরসভার তিন জন আধিকারিক সিবিআই দফতরে হাজিরা দেন।

.