দিল্লিতে গিয়ে মুকুলকে জেরা করতে পারে সিবিআই

দিল্লিতে গিয়েও মুকুল রায়কে জেরা করতে পারে সিবিআই। আবার নতুন করেও নোটিস পাঠানো হতে পারে তাঁকে। এবিষয়ে কী  হবে সিবিআইয়ের পদক্ষেপ তা ঠিক করতে কাল কলকাতায় সিবিআই যুগ্ম অধিকর্তা বৈঠক করবেন সিটের কর্তাদের সঙ্গে। সেখানেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Updated By: Jan 21, 2015, 09:32 PM IST
দিল্লিতে গিয়ে মুকুলকে জেরা করতে পারে সিবিআই

কলকাতা: দিল্লিতে গিয়েও মুকুল রায়কে জেরা করতে পারে সিবিআই। আবার নতুন করেও নোটিস পাঠানো হতে পারে তাঁকে। এবিষয়ে কী  হবে সিবিআইয়ের পদক্ষেপ তা ঠিক করতে কাল কলকাতায় সিবিআই যুগ্ম অধিকর্তা বৈঠক করবেন সিটের কর্তাদের সঙ্গে। সেখানেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২৮ শে জানুয়ারি সিবিআইয়ে হাজিরা দিতে চান । ইমেল করে সিবিআইকে জানিয়েছেন মুকুল রায়। সিবিআইয়ের দেওয়া সময় অনুযায়ী শনিবারের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হত মুকুল রায়কে।

 অবশ্য, মুকুল রায় বার বার জানাচ্ছিলেন শনিবারের মধ্যে তিনি সিবিআইয়ে যেতে পারবেন না। ফলে মুকুল রায়ের হাজিরা ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। শেষপর্যন্ত মুকুল রায় জানিয়ে দিলেন, আগামী বুধবার সিবিআই  দফতরে যাবেন তিনি।

 

.