সিবিআই মুকুলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে: অশোক

অশোক গাঙ্গুলি..মুকুল রায়ের সময়সীমা পার হয়ে যাওয়ার পরও সিবিআই দফতরে তিনি হাজির হননি। এক্ষেত্রে সিবিআই চাইলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেন। মুকুল রায় সময় চাইসে তা না দিতেও পারার সম্পূর্ণ অধিকার আছে সিবিআইএর।

Updated By: Jan 21, 2015, 09:27 PM IST

কলকাতা: অশোক গাঙ্গুলি..মুকুল রায়ের সময়সীমা পার হয়ে যাওয়ার পরও সিবিআই দফতরে তিনি হাজির হননি। এক্ষেত্রে সিবিআই চাইলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেন। মুকুল রায় সময় চাইসে তা না দিতেও পারার সম্পূর্ণ অধিকার আছে সিবিআইএর।

এমনটাই জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। পাশাপাশি তিনি মনে করেন একবার কোনও বিষয়ে নির্দেশ দেওয়ার পর ফের সেই একই আবেদন নতুন করে  সুপ্রিমকোর্টে গ্রাহ্য হয়।

চিত্তোতোষ মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি  অবশ্য একমত নন অশোক গাঙ্গুলির সঙ্গে। তিনি মনে করেন রাজ্যসরকার সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে তা গ্রাহ্য হতেই পারে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নির্দেশ দেওয়া সম্ভব। সেক্ষেত্রে তদন্ত তরানিত্ব থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ বা গ্রেফতারির প্রসঙ্গেও বলতে পারে সুপ্রিম কোর্ট।

 

.