ফের খারিজ মদন মিত্রর জামিনের আবেদন
মদন মিত্র অত্যন্ত প্রভাবশালী। জামিনে ছাড়া পেলে সারদা মামলার একাধিক প্রমাণ নষ্ট করতে পারেন। এই যুক্তি দেখিয়ে পরিবহণ মন্ত্রীর জামিনের বিরোধিতা করল সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, গ্রেফতার হওয়ার ১৯৫দিন পরও সাসপেন্ড করা হয়নি মদন মিত্রকে। মন্ত্রী পদেই দিব্যি বহাল রয়েছেন তিনি।
ওয়েব ডেস্ক: ফের খারিজ হল মদন মিত্রের জামিনের আবেদন। আলিপুর আদালতে খারিজ হল পরিবহণ মন্ত্রীর জামিনের আবেদন।
মদন মিত্র অত্যন্ত প্রভাবশালী। জামিনে ছাড়া পেলে সারদা মামলার একাধিক প্রমাণ নষ্ট করতে পারেন। এই যুক্তি দেখিয়ে পরিবহণ মন্ত্রীর জামিনের বিরোধিতা করল সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, গ্রেফতার হওয়ার ১৯৫দিন পরও সাসপেন্ড করা হয়নি মদন মিত্রকে। মন্ত্রী পদেই দিব্যি বহাল রয়েছেন তিনি।
এর থেকেই বোঝা যায় মদন মিত্র কতটা প্রভাবশালী। এছাড়াও,একাধিক ইউনিয়নের নেতা তিনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। জামিনে ছাড়া পেলে সারদা মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন তিনি।