সদ্যজাত শিশুকে বিড়ালের আঁচড় আর জি কর হাসপাতালে

হাসপাতালের বেডে থাকা তিন দিনের সদ্যোজাতকে বিড়ালের আঁচড়। ঘটনাস্থল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Updated By: Aug 7, 2014, 06:42 PM IST
সদ্যজাত শিশুকে বিড়ালের আঁচড় আর জি কর হাসপাতালে

কলকাতা: হাসপাতালের বেডে থাকা তিন দিনের সদ্যোজাতকে বিড়ালের আঁচড়। ঘটনাস্থল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।

নিউটাউনের বাসিন্দা সাবেরা বিবি প্রসূতি বিভাগের বিছানায় শুয়ে ছিলেন তাঁর শিশুকন্যার সঙ্গে। জানালা দিতে ঢুকে হঠাতই একটি বিড়াল শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। আঁচড় লাগে শিশুটির হাতে ও মুখে। শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এমন সময় গুজব রটে যায় যে বিড়ালের আঁচড়ে মারা গেছে শিশুটি। উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্ত্বর।

রোগীর আত্মীয়রা ঘেরাও করেন হাসপাতাল সুপারকে। টালা থানার বিশাল পুলিস বাহিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুকে বিড়ালের আঁচড়ের কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল অধ্যক্ষের দাবি, বিড়াল ধরার কোন পরিকাঠামো তাঁদের নেই। এই বিষয়ে বহুবার টেন্ডার ডাকা হলেও কোন সাড়া মেলেনি বলে জানিয়েছেন তিনি।

.