তিলোত্তমার হূদয় জিতলেন ক্যামেরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী হাঁটলেন হাওড়া স্টেশনে, ঘুরে দেখলেন আকাশবানী ভবন
এর আগেও বেশ কয়েকবার বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কলকাতায় ঘুরে গিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার কলকাতায় ঝটিকা সফরে এসে যা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তা অনেকটাই অভিনব। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে খেলেন ফুচকা।
এর আগেও বেশ কয়েকবার বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কলকাতায় ঘুরে গিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার কলকাতায় ঝটিকা সফরে এসে যা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তা অনেকটাই অভিনব।
ব্রিটিশ আমলে তৈরি গর্বের হাওড়া ব্রিজে হেঁটে বেড়াতে চেয়েছিলেন ব্রিটিশ শাসক ডেভিড ক্যামেরন। কিন্তু নিরাপত্তার কারণে সেই ইচ্ছা বাতিল করতে হল। তবে মিনিট চারেক ঘুরে দেখলেন হাওড়া স্টেশন। একেবারে শিশুসুলভ ভঙ্গিতে চেয়ে চেয়ে দেখলেন তিলোত্তমাকে। কলকাতার আকাশবানী ভবনে ঘুরে এলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুগ্ধতায় সবচেয়ে অসুবিধায় পড়লেন নিরাপত্তাকর্মী, পুলিসরা। এমনকি ফুচকা খেতে আসার কথাও ছিল তাঁর। তবে নিরাপত্তার কারণে সব বাতিল হয়ে যায়। সব মিলিয়ে তিলোত্তমার হ৭দয় জিতে নিলেন ক্যামেরন। মাত্র কয়েক ঘণ্টার সফরে এভাবে একটা শহরের মন জিতে নেওয়া যায় সেটাই দেখিয়ে দিলেন তিনি।
রাজ্যে লগ্নির সম্ভাবনা নিয়ে সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দুপুর ২.৪০ টা দমদম বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। স্বাগত জানান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এরপর, ক্যামেরন যান হাওড়া ব্রিজ দেখতে। কলকাতায় ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী নানা জায়গা ঘুরে দেখতে চেয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
তিনি হাওড়া ব্রিজে হাঁটতে চাইলেও নিরাপত্তার কারণে পুলিস অনুমতি দেয়নি। হাওড়া ব্রিজ পেরিয়ে ক্যামেরনের কনভয় পৌঁছে যায় হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে। এরপর, আকাশবাণী ভবনে যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গেই কলকাতায় এসেছেন বাইশ জন ব্রিটিশ শিল্পপতি। ইস্পাত, বিদ্যুত, পরিশ্রুত পানীয় জল প্রকল্পের সঙ্গে যুক্ত তাঁরা। সন্ধে সাতটায় ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডেভিড ক্যামেরনের বৈঠক সারলেন। রাতেই কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে কলম্বো উড়ে যাবেন তিনি।