PAC চেয়ারম্যান কি বিরোধী বিধায়কই হন? স্পিকারের কাছে ফের হলফনামা চাইল হাইকোর্ট

৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Updated By: Aug 24, 2021, 04:10 PM IST
PAC চেয়ারম্যান কি বিরোধী বিধায়কই হন? স্পিকারের কাছে ফের হলফনামা চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: 'PAC চেয়ারম্যান হতে কি কোন দলের ছাড়পত্র লাগে না'? 'PAC চেয়ারম্যান কি বিরোধী দল থেকেই হন'? জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। বিধানসভার স্পিকারকে ফের হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর।

বিধানসভায় বিধায়ক পদ খারিজ মামলার শুনানি এড়িয়েছে। স্পিকারকে সময় চেয়েছে আরও একমাস। কেন? চিঠি দিয়ে মুকুল রায় জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। সেকারণে আরও একমাস সময় দেওয়া হোক। স্পিকার যখন সেই আবেদন মঞ্জুর করেছেন, তখন দলত্যাগ বিরোধী আইন নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'আবেদনটি ত্রুটিপূর্ণ। বয়স ও তারিখ কোনওটাই উল্লেখ নেই। নিজেকে অসুস্থ বলে ঘোষণা করেছেন। বলেছেন, ১২ অগাস্ট নোটিশ পেয়েছি। উত্তর দিতে পারছি না। আমরা আপত্তি করেছিলাম। কিন্তু অধ্য়ক্ষ আবেদনটি গ্রহণ করেছেন। আমরা হাইকোর্টে যাচ্ছি'।

আরও পড়ুন: Nimtita Blast: নিমতিতা কাণ্ডে চার্জশিট এনআইএ-র, ধৃতদের বিরুদ্ধে UAPA-সহ একাধিক ধারা

এদিকে PAC-র চেয়ারম্যান পদে মুকুল রায়ে নিয়োগ বাতিলের দাবিতে আবার জনস্বার্থ মামলা চলছে হাইকোর্টে। মামলাটি দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। যদিও 'মামলাটি গ্রহণযোগ্য নয়', এই মর্মে ইতিমধ্যেই আদালতে হলফনামা দিয়েছেন বিধানসভার স্পিকার। এদিন শুনানিতে স্পিকারকে ফের হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। জানতে চাইলেন, 'PAC চেয়ারম্যান হতে কি কোন দলের ছাড়পত্র লাগে না'? 'পিএসসি চেয়ারম্যান কি বিরোধী দল থেকেই হন'? মামলাকারী বিজেপি বিধায়কের আইনজীবী দাবি করলেন, 'মুকুল রায় তৃণমূলে যোগদানের কথা অস্বীকার করেননি এখনও'।

আরও পড়ুন: CPM: দলবিরোধী মন্তব্যে আর নরম হবে না আলিমুদ্দিন, শৃঙ্খলাভঙ্গ ইস্যুতে কড়া চিঠি

বিধানসভা ভোটে মিটতেই বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূল। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক মুকুল রায়কে PAC-র চেয়ারম্যান  নিয়োগ করেছেন স্পিকার। বিরোধীদের আপত্তিকে আমল দেননি তিনি। প্রতিবাদে ইতিমধ্যে বিধানসভার সমস্ত কমিটি থেকে গণইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.