ভোট পরবর্তী হিংসায় কেউ ক্ষতিগ্রস্ত হলে পুনর্বাসনের দায়িত্ব রাজ্যের, মত হাইকোর্টের

এন্টালি এলাকায় ঘরছাড়া ১২৫ জন ঘরছাড়া বলে অভিযোগ করেন মামলাকারী।

Updated By: May 19, 2021, 12:26 AM IST
ভোট পরবর্তী হিংসায় কেউ ক্ষতিগ্রস্ত হলে পুনর্বাসনের দায়িত্ব রাজ্যের, মত হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে পুর্নবাসন রাজ্যকেই দিতে হবে। এটা রাজ্যের দায়িত্ব। ভোট পরবর্তী অশান্তির মামলায় এমন মন্তব্য করলেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। 

মঙ্গলবার মামলাকারী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন, শুধু এন্টালি এলাকায় ঘরছাড়া ১২৫ জন। লকডাউনে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। প্রগতি ময়দান থানায় গতকাল বোমা মারার অভিযোগ ওঠে। 

যাঁরা আক্রান্ত তাঁদের পুনর্বাসন দেওয়ার দায়িত্ব রাজ্যের বলে জানান প্রধান বিচারপতি। আর এক বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন তোলেন, ঘর ছাড়াদের কীভাবে বাড়ি পৌঁছে দেবে পুলিস? কী প্রমাণ আছে ওঁরা নির্যাতিত? পুলিসের সাহায্য নিয়ে লকডাউনে ঘরে ফেরার সুযোগ খুঁজতেও তো পারেন?

প্রধান বিচারপতি এ দিন এজিকে প্রশ্ন করেন, মানবাধিকার কমিশন সহ একাধিক কমিশন বহু অভিযোগ জানিয়েছিল ডিজির কাছে। তার সংখ্যা কত? কোনও ইমেল আইডি-র বন্দোবস্ত কি রাজ্য সরকার করেছে, যেখানে সরাসরি অভিযোগ জানান যাবে? তার সদুত্তর দিতে পারেননি এজি। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন এই সংক্রান্ত জবাব দেবে রাজ্য।  

আরও পড়ুন- নারদকাণ্ডে সিবিআই চার্জশিটের শিরোনামেই BJP নেতা Mukul Roy

.