হাইকোর্টের আইনজীবীদের সমস্যার সমাধানে বৈঠক ডাকলেন বিচারপতি
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরেই কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তিনটি আইনজীবী সংগঠনকে বৈঠকে ডাকলেন প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। সোমবার বেলা ১টা ১০ মিনিটে নাগাদ ওই বৈঠক ডাকা হয়েছে।
বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি এবং ইনকর্পোরেট ল সোসাইটি-কে বৈঠকে ডেকেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। নোটিসে বলা হয়েছে, আদালতের চলতি সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে। আইনজীবীদের অভিযোগ ও দাবিদাওয়াগুলি শুনবেন বিচারপতি। প্রসঙ্গত, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরেই কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
এজলাস বদলে বেনিয়ম ও ভার্চুয়াল শুনানি নিয়ে আইনজীবীদের মধ্যে বিবিধ অভিযোগ রয়েছে। মনে করা হচ্ছে, ওই অভিযোগগুলির সমাধানের জন্য বৈঠকের ব্যবস্থা করলেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
আরও পড়ুন- 'আর বলব না', রবি-অপরাহ্নে Dilip-কে বললেন Saumitra; অনুজকে ক্ষমা BJP-র রাজ্য সভাপতির