Mukul Roy: মুকুল রায় কি বিজেপিতেই, স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Updated By: Apr 11, 2022, 06:11 PM IST
Mukul Roy: মুকুল রায় কি বিজেপিতেই, স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। দলত্যাগ বিরোধী মামলায় মুকুল রায় সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার অধ্যক্ষের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার ওই রায় দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। চার সপ্তাহের মধ্যে এনিয়ে শুনানি শেষ করতে হবে। প্রসঙ্গত, বিজেপির টিকিটে জয়ী হয়ে শেষপর্যন্ত তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু বিধানসভার অধ্যক্ষ রায় দিয়েছিলেন, বিজেপিতেই রয়েছেন মুকুল রায়। এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ হাইকোর্টের ওই রায় নিয়ে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেন, রাজ্য বিধানসভার অধ্যক্ষের রায় অনুযায়ী মুকুল রায় দল ছাড়েননি। মুকুল রায়ের টুইটার হ্যান্ডেল ও তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর দল ছাড়ার সপক্ষে প্রমাণ দিয়েছিলাম। অধ্যক্ষ সেইসব তথ্যপ্রমাণকে গুরুত্ব দেননি। এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই রায়কে স্বাগত জানাই।

আরও পড়ুন-Adhir Chowdhury: মুখ্যমন্ত্রী কি ধর্ষণকারীদের উকিল হয়েছেন! হাঁসখালি নিয়ে মমতার মন্তব্যের পাল্টা অধীরের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.