School Fees: বেতন সমস্যায় প্রমোশন-মার্কশিট আটকানো যাবে না, ১৪৫ বেসরকারি স্কুলকে নির্দেশ হাইকোর্টের

 বেরসরকারি স্কুলগুলির অস্বভাবিক বেতন বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবে আদালত নিযুক্ত আধিকারিক

Updated By: Apr 6, 2022, 05:38 PM IST
School Fees: বেতন সমস্যায় প্রমোশন-মার্কশিট আটকানো যাবে না, ১৪৫ বেসরকারি স্কুলকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: করোনাকালে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পুড়য়াদের পঠনপাঠনে। এই সময়ে রাজ্যের বেসরকারি স্কুলগুলির সঙ্গে বেতন নিয়ে বিবাদে জড়িয়েছিলেন অভিভাবকরা। সেইরকম একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট।

বেতন নিয়ে হওয়া একটি মামলায় রাজ্যের ১৪৫টি বেসরকারি স্কুলকে কলকাতা হাইকোর্টের নির্দেশ, বেতন সমস্যার কারণে পড়ুয়াদের প্রমোশন আটকানো যাবে না। তাদের মার্কশিটও আটকে রাখা যাবে না। সব পড়ুয়াকে নতুন ক্লাসে যোগ দেওয়ার সুযোগ দিতে হবে। কোনও সুযোগ সুবিধে থেকে তাদের বঞ্চিত করা যাবে না। বুধবার এমনটাই রায় দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

এদিন তার রায়ে ডিভিশন বেঞ্চে জানায়, করোনাকালে কেন পড়ুয়া কত বেতন দিয়েছে তার হিসেব আদালত নিযুক্ত বিশেষ আধিকারিককে দিতে হবে। নথিপত্র খতিয়ে দেখে আদালত নিযুক্ত আধিকারিক ঠিক করবেন কোন পড়ুয়ার বেতন কত বাকী রয়েছে। শুধু তাই নয়, আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক যে বকেয়া বেতন নির্ধারণ করবেন তা দিতে হবে অভিভাবকদের। যারা করোনাকালে কোনও বেতনই দেননি তাদের নামও নথিভূক্ত করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক। 

এদিকে, বেরসরকারি স্কুলগুলির অস্বভাবিক বেতন বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবে আদালত নিযুক্ত আধিকারিক। মামলার শুনানিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায় বলেন, 'স্কুল হল মন্দির। সেখানে যদি এরকম গণ্ডগোল হয় তাহলে কিছু বলার নেই।  আদালতের পক্ষে কি সবসময় নজর রাখা সম্ভব?  আপনি যদি খারাপ হাসপাতালে ভর্তি হয়ে ভালো পরিষেবার আশা করেন আর আদালতকে নজর রাখতে বলেন সেটা কীভাবে সম্ভব?'

আরও পড়ুন-দেশের আইন সহজে বুঝতে সাহায্য করবে Tom and Jerry! মুহূর্তে ভাইরাল ছবি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.