Byron Biswas: রাজভবনের বিজ্ঞপ্তি, বিধায়ক পদে শপথ নিতে চলেছেন বাইরন
ব্যবধান মাত্র ২২ মাসের। একুশের বিধানসভা ভোটের পর এবার সাগরদিঘি কেন্দ্রটি হাতছাড়া হল তৃণমূলের। উপনির্বাচনে ২২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বায়রন বিশ্বাস।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সাগরদিঘি উপনির্বাচনের ফল ঘোষিত হয়েছে। তাহলে দেরি কেন? বিধানসভার অধ্যক্ষকে বিধায়ক পদে বাইরন বিশ্বাসকে শপথ গ্রহণ করাতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে? দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও।
ব্যবধান মাত্র ২২ মাসের। একুশের বিধানসভা ভোটের পর এবার সাগরদিঘি কেন্দ্রটি হাতছাড়া হল তৃণমূলের। কীভাবে? উপনির্বাচনে ২২ হাজারেরও বেশি ভোটে জিতলেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু এখনও বিধায়ক পদে শপথ নেননি তিনি। কেন? শনিবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাইরন। বেশি কিছুক্ষণ কথাও হয় দু'জনের। অধ্যক্ষ জানান, শপথ গ্রহণের দিন ঠিক করবেন রাজ্যপাল।
Dr. C.V. Ananda Bose has authorized the Hon'ble Speaker, West Bengal Legislative Assembly to administer the Oath or Affirmation to Shri Bayron Biswas elected to the West Bengal Legislative Assembly from 60-Sagardighi Assembly Constituency. pic.twitter.com/F1sx1dC7sp
— Governor of West Bengal (@BengalGovernor) March 20, 2023
সাগরদিঘির বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তাঁর মৃত্যুতে উপনির্বাচন হয় ওই কেন্দ্রে। কবে? ২৭ ফেব্রুয়ারি। ভোটে তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধে কংগ্রেস ও সিপিএম। সাগরদিঘিতে প্রার্থী দিয়েছিল বিজেপিও। ২ মার্চ ফল ঘোষণা হয়।