বাস ধর্মঘটের সম্ভাবনা প্রবল

বাসভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের পর হাঁটতে চলেছেন বেসরকারি বাস মালিকরা। সোমবার মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর কাছে দেখা করার সময় চেয়েছেন তাঁরা। সে দিন ভাড়াবৃদ্ধি নিয়ে স্পষ্ট ঘোষণা না পেলে বুধবার ফের বৈঠকে বসবে সবকটি বাসমালিক সংগঠন। সেই দিনই এক দিনের প্রতীকী ধর্মঘটের তারিখ ঘোষণা করতে পারেন তাঁরা।

Updated By: Aug 3, 2013, 06:50 PM IST

বাসভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের পর হাঁটতে চলেছেন বেসরকারি বাস মালিকরা। সোমবার মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর কাছে দেখা করার সময় চেয়েছেন তাঁরা। সে দিন ভাড়াবৃদ্ধি নিয়ে স্পষ্ট ঘোষণা না পেলে বুধবার ফের বৈঠকে বসবে সবকটি বাসমালিক সংগঠন। সেই দিনই এক দিনের প্রতীকী ধর্মঘটের তারিখ ঘোষণা করতে পারেন তাঁরা।
শেষ বাসভাড়া বেড়েছিল ২০১২-র অক্টোবরে। এরপর মোট ৯ বার ডিজেলের দাম বেড়েছে। লোকসানের জেরে এমনিতেই বসে গেছে ৪০ শতাংশ বেসরকারি বাস। একমাত্র ভাড়াবৃদ্ধিই এই সমস্যার সমাধান বলে জানিয়েছেন বাসমালিকরা।

.