কালীপুজোর পর ফের অচল হচ্ছে রাজ্য, ধর্মঘটের পথে বেসরকারি বাস-মিনিবাস

কালীপুজোর পর থেকে ফের অচল হতে চলেছে বেসরকারি যান পরিষেবা। ভাড়া বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনগুলি। আগামি ২৪ অক্টোবর বেলা তিনটেয় ধর্মঘটের দিনক্ষন স্থির করতে বৈঠকে বসছে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। কালীপুজোর পর তাই ফের আরও একবার পরিবহণ সংকটের মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

Updated By: Oct 21, 2013, 11:40 AM IST

কালীপুজোর পর থেকে ফের অচল হতে চলেছে বেসরকারি যান পরিষেবা। ভাড়া বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনগুলি। আগামি ২৪ অক্টোবর বেলা তিনটেয় ধর্মঘটের দিনক্ষন স্থির করতে বৈঠকে বসছে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। কালীপুজোর পর তাই ফের আরও একবার পরিবহণ সংকটের মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।
বাস মালিকদের দাবি, ভাড়া না বাড়ালে রাস্তচায় বাস নামানো অসম্ভব। চলতি ভাড়ায় লাভ তো দূর অস্ত লোকসান ঠেকানোয় বড় দায় হয়ে দাঁড়িয়েছে বলেই জানিয়েছেন বাস মালিকরা।
কদিন আগে কোনও চাপের মুখে বাস ভাড়া বাড়ানোর পক্ষপাতি যে নয় সরকার, স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

.