আইনি নোটিসের জবাব দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য
তৃণমূল কংগ্রেসের আইনি নোটিসের প্রেক্ষীতে আজ জবাব পাঠালেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর তরফে জবাবটি পাঠান তাঁর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। জবাবে বলা হয়েছে প্রাক্তণ মুখ্যমন্ত্রীর বক্তব্য অবমাননাকর নয়। তবুও যদি তৃণমূল কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে আইনি লড়াইয়ের পথে যেতে পারে। চিঠিটি পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের আইনজীবী রাজদীপ মুখোপাধ্যায়কে।
তৃণমূল কংগ্রেসের আইনি নোটিসের প্রেক্ষীতে আজ জবাব পাঠালেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর তরফে জবাবটি পাঠান তাঁর আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। জবাবে বলা হয়েছে প্রাক্তণ মুখ্যমন্ত্রীর বক্তব্য অবমাননাকর নয়। তবুও যদি তৃণমূল কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে আইনি লড়াইয়ের পথে যেতে পারে। চিঠিটি পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের আইনজীবী রাজদীপ মুখোপাধ্যায়কে।
এর আগে বৃহস্পতিবারই বুদ্ধদেব ভট্টাচার্যকে আইনি নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। আটচল্লিশ ঘণ্টার মধ্যে তথ্যপ্রমাণ না দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এই মর্মে জানানো হয়েছে নোটিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্, একথা মানতে নারাজ তিনি, চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মন্তব্যের প্রতিক্রিয়াতেই আইনি নোটিস পাঠিয়েছে তৃণমূল।