একুশে জুলাই কমিশনের তলব বুদ্ধদেবকে, ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ

একুশে জুলাই কমিশনে ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

Updated By: Feb 3, 2014, 11:16 PM IST

একুশে জুলাই কমিশনে ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

১৯৯৩ সালের ২১ জুলাই গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাঁর কাছ থেকে বিস্তারিত জানতে চায় কমিশন। ওই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগেই কমিশন ডেকে পাঠায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। কমিশনে সাক্ষ্য দেন বর্তমান শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী ও বিধায়ক। সাক্ষ্য দিয়েছেন রাজ্যের বর্তমান ও প্রাক্তন পুলিসকর্তারাও।

যুব তৃণমূল কংগ্রেসের সমাবেশে ১৯৯৩ সালে ২১ জুলাই পুলিসের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই ওই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস।

.