শৈত্যপ্রবাহে গা ভাসিয়েই কাল সরস্বতী পুজোয় মাতবে রাজ্য, তাপমাত্রা কমবে কলকাতারও

বসন্ত পঞ্চমীর আগে যখন দখিন দুয়ার খোলার কথা,তখন খুলে গেল উত্তরের দুয়ার। পশ্চিমী ঝঞ্ঝার পথে বাধা কেটে যেতেই রাজ্যে ঢুকছে হিমেল হাওয়া। আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আরও কিছুটা নামবে কলকাতার তাপমাত্রাও।

Updated By: Feb 3, 2014, 05:52 PM IST

বসন্ত পঞ্চমীর আগে যখন দখিন দুয়ার খোলার কথা,তখন খুলে গেল উত্তরের দুয়ার। পশ্চিমী ঝঞ্ঝার পথে বাধা কেটে যেতেই রাজ্যে ঢুকছে হিমেল হাওয়া। আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আরও কিছুটা নামবে কলকাতার তাপমাত্রাও।

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে আগামী চব্বিশ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এর জেরে তাপমাত্রা নামতে পারে নডিগ্রি সেলসিয়াসে।

শিকে ছিঁড়ছে কলকাতার ভাগ্যেও। ফেব্রুয়ারিতেও কলকাতায় বইবে হিমেল হাওয়া। তাপমাত্রা নামতে পারে বারো ডিগ্রিতে।

দক্ষিণে বঙ্গোপসাগরে নেই উচ্চচাপ বলয়। কেটে গেছে পশ্চিমি ঝঞ্ঝাও। বাতাসে নেই জলীয় বাষ্প। সব মিলিয়ে তাপমাত্রার পারদ নামার একেবারে উপযুক্ত পরিবেশ। জানিয়েছেআবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। এর জেরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

.